ভারত-পাকিস্তান সংঘাতে ভারতের পাশে থাকার বার্তা দিল ইসরাইল। ভারতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত রেউভেন আজার স্পষ্টভাবে জানিয়েছেন, ভারত আত্মরক্ষার পূর্ণ অধিকার রাখে ও সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে তারা ভারতের পাশে থাকবে।
এক্স-এ পোস্ট করে আজার বলেন, ইসরাইল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। সন্ত্রাসীরা যেন জানে, নিরপরাধ মানুষের বিরুদ্ধে তাদের জঘন্য অপরাধ থেকে লুকানোর কোনো জায়গা নেই।
পাকিস্তানকে উদ্দেশ্য করে রাষ্ট্রদূত মন্তব্য করেন, জঙ্গিরা যেন বুঝতে পারে, তাদের কর্মকাণ্ডের জন্য বিশ্বে কোথাও নিরাপদ আশ্রয় নেই।
এদিকে ইসরাইল ও ভারতের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক রয়েছে। ২০১৭ সালে ইসরাইলের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছিল, পাকিস্তানের বিরুদ্ধে ইসরাইল পুরোপুরি, নিঃসন্দেহে ও নিরঙ্কুশভাবে ভারতের পাশে রয়েছে। তারা দাবি করে, উভয় দেশই একধরনের সন্ত্রাসী হুমকির মুখোমুখি ও তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে।