Search
Close this search box.

ভুট্টাখেতে মিলল কৃষকের রক্তাক্ত লাশ

রাজশাহীর বাঘায় ভুট্টাখেত থেকে শফিকুল ইসলাম (৩৫) নামের এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে চর কালিদাশখালীর আমবাগান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

শফিকুল ইসলাম উপজেলার চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর কালিদাশখালীর আমবাগান এলাকার ফজল শেখের ছেলে।

মৃতের স্বজনদের ও পুলিশের ধারণা, শফিকুলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এমনটি করেছেন সে সম্পর্কে কিছুই জানাতে পারেনি তারা।

মৃতের স্ত্রী শারমিন খাতুনের বরাতে স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে গবাদিপশুর জন্য বাড়ির অদূরে ঘাস কাটতে যান শফিকুল। সেখানে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যান। পরে মাঠ পাহারাদার হাবলু হোসেন রক্তাক্ত অবস্থায় শফিকুলকে পড়ে থাকতে দেখে তার ভাগনে আবদুল হালিমকে খবর দেন। এরপরে আবদুল হালিম স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন।

বাঘা থানার ওসি আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এরপর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপরাধী শনাক্তে মাঠে কাজ করছে পুলিশ।’