Search
Close this search box.

ময়মনসিংহে আত্মগোপনে থাকা ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ময়মনসিংহ নগরে আত্মগোপনে থাকা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে ঢাকার একটি থানায় হত্যা মামলা রয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে নগরের কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি মো. শহিদুল ইসলাম।

গ্রেপ্তার মো. মোস্তফা সরকার নিশাত (২৭) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সলিমুল্লাহ মুসলিম হলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক। মোস্তফা জামালপুর সদর উপজেলার প্রয়াত আয়নাল হকের ছেলে।

শুক্রবার বিকালে জেলা গোয়েন্দা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোস্তফা সরকার নগরের কলেজ রোড এলাকায় আত্মগোপনে ছিলেন।

গোপন খবর পেয়ে ময়মনসিংহের অতিক্তির পুলিশ সুপার (ট্রাফিক) মোহাইমেনুর রশিদ এবং ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

মোস্তফা সরকারকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান ওসি শহিদুল ইসলাম।