মোহাম্মদ ইউছুপ, চট্রগ্রাম:
রমজানের সময় অনেকেই নিয়মিত মসজিদে যায়, তবে সোহেল (৩০) এই প্রথম তারাবির নামাজ পড়তে গেল – আর সেখানেই ঘটল বিপত্তি!
ঘটনার শুরু
সোহেল ঠিক করল, এবার পুরো রমজান তারাবি মিস করবে না! প্রথম দিন পরিপাটি পোশাক পরে গেল মসজিদে। ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ শুরু করল।
প্রথম ৪ রাকাত: বেশ ভালোই গেল।
পঞ্চম রাকাত: একটু ক্লান্ত লাগছে…
সপ্তম রাকাত: হাই তুলতে শুরু করল!
নবম রাকাত: চোখে ঝাপসা লাগতে শুরু করল!
তারপর যা ঘটল…
দশম রাকাতেই সোহেল এমনভাবে রুকু করল যে, পাশের জনের পায়ের ওপর পড়ে গেল! 🤦♂️
- পাশের লোক: “ভাই, ঠিক আছেন?”
- সোহেল: “ভাই, রুকুটা একটু বেশি গভীর হয়ে গেল!” 😅
পাশের লোক হাসতে হাসতে বলল,
“ভাই, প্রথম দিনেই এ অবস্থা? ২০ রাকাতের শেষ দিকে কী হবে?”
সোহেল মনে মনে ভাবল,
“কাল থেকে একটু কম খেয়ে আসতে হবে!” 🤣
Post Views: ২৩