Search
Close this search box.

মাটি সরালেই বেরিয়ে আসে খালেকের একটি হাত, অতঃপর…

ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের পাঁচদিন পর বাড়ির পাশে পেঁয়াজের ক্ষেত থেকে এক অ্যাম্বুলেন্স চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাঙ্গী গ্রামে জমিতে পুঁতে রাখা অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান সাকিল।
নিহত মো. কামাল মৃধা ওই গ্রামের মৃত বিল্লাল মৃধার ছেলে। ৪২ বছর বয়সী কামাল ভাড়ায় বেসরকারি অ্যাম্বুলেন্স চালাতেন।
নিহতের ছেলে আসলাম মৃধা বলেন, তার বাবা গত ৩০ ডিসেম্বর বিকেলে বাজারে চা খেতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিল না পরিবার।
স্থানীয়দের বরাতে সিনিয়র সহকারী পুলিশ সুপার সাকিল বলেন, এরই মধ্যে শনিবার বিকেলে স্থানীয় কয়েকজন কৃষক ভোজেরডাঙ্গী মাঠে একটি মেঠোপথে ছড়িয়ে-ছিটিয়ে থাকা রক্তের দাগ থাকতে দেখেন। ওই দাগ ধরে পাশের পেঁয়াজের জমিতে গিয়ে মাটি খোঁড়া দেখতে পান। বিষয়টি নিয়ে সন্দেহ হলে ওই মাটি সরিয়ে মরদেহের একটি হাত দেখেন তারা। পরে খবর দিলে পুলিশ গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা সাকিল আরও বলেন, ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তাকে গলাকেটে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।