কক্সবাজারের চকরিয়া থানার উদ্যোগে থানার হলরুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
রবিবার (৩ আগষ্ট) বিকাল ৩ টার সময় চকরিয়া থানার হলরুমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে উপরোক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ ইয়াছিন মিয়া, বরইতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জমান, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-পার্বত্য চট্রগ্রাম বিষয়ক সম্পাদক ও চকরিয়া-পেকুয়া আসনের গন অধিকার পরিষদের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল কাদের প্রাইম, চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবাইদুল হক, চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন এবং লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ে জিএম কাইছার।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, মনছুর রানা, ফরিদা ইয়াসমিন, আলাউদ্দিন আলো ও আলী হোছাইন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার ফারুক খোকন, চকরিয়া পৌরসভা জামায়াত নেতা মাওলানা এহেছানুল হক, চকরিয়া পৌরসভা যুবদলের সাবেক সহ-সভাপতি সোহেল মাহমুদ, চকরিয়া উপজেলা ছাত্র প্রতিনিধি সামসুল ইসলাম সাঈদী ও মোবারক হোসেন জিহান।
উক্ত অনুষ্ঠানে গণমাধ্যমে কর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তরারা বলেন, চকরিয়ায় মাদক, চুরি, ডাকাতি, সন্ত্রাসী ও চিংড়ি ঘের দখল প্রতিনিয়ত চলছে। এছাড়া অবৈধ অস্ত্র দিয়ে প্রতিনিয়ত দখলদারিত্ব চলছে। এ সবের বিরুদ্ধে দ্রুত সময়ে অভিযান পরিচালনা করতে হবে। বক্তাদের একটা দাবি হচ্ছে “।মাদকের বিষদাঁত ভেঙে দিতে হবে ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে”অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ রায় বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার করার পুলিশ কাজ করে যাচ্ছে। ফলে তিনি চকরিয়া বাসীর সহযোগিতা কামনা করেন।