Search
Close this search box.

মালয়েশিয়াতে আমার এক টুকরো বাংলাদেশ আছে : পূজা চেরী

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। ইতোমধ্যেই ডজনখানেক সিনেমা উপহার দিয়ে দর্শকের মন জয় করেছেন এই নায়িকা। এখন কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। ব্যস্ততার মাঝেই মালয়েশিয়া ঘুরে গেলেন এই অভিনেত্রী ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে এনটিভির আয়োজনে নৈশভোজে মালয়েশিয়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন নিয়ে আলাপকালে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ নায়িকা বলেন, ‘আমার এতদূর আসার পেছনে দর্শকদের পাশাপাশি সাংবাদিক ভাইদেরও অবদান কম নয় । তারা সবসময়ই আমাকে সাপোর্ট দিয়ে গেছেন। তাই সাংবাদিক ভাইদের প্রতি আমি সবসময়ই চিরকৃতজ্ঞ।’

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে পূজা বলেন, ‘আমি যখন বিদেশে যাই, তখন একজন বাঙালিকে দেখলেই মনে হয় আমার বাংলাদেশকে পেয়ে গেছি। মালয়েশিয়াতে আমার এক টুকরো বাংলাদেশ আছে। এজন্যই আপনাদের টানে এখানে এসেছি।’

পূজা আরও বলেন, ‘আমি সবার উদ্দেশে একটা কথাই বলব যে বাংলাদেশকে বেশি বেশি করে ভালবাসতে হবে। কারণ সবার আগে দেশ। প্রিয় মাতৃভূমির সাথেই জড়িয়ে থাকে গভীর আবেগ-অনুভূতি। তাই ওই জায়গাটাকে ভালবাসতে হবে এবং নিজেদের মর্যাদার জায়গাটাই রেখেই সব কাজ করতে হবে।’