মাদকের বিনিময়ে মায়ানমার বাংলাদেশি সিমেন্ট ও খাদ্য সামগ্রী পাচারকালে ৭ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ১২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০০ বস্তা ডাল, ১৪৭ বস্তা পেঁয়াজ, ৩৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।
আজ রবিবার বিকেলে কোস্ট গার্ড জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল শনিবার রাত ১০ টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম বহিঃনোঙর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালায়। এ সময় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকার মালামালসহ ৭ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে
তিনি আরও বলেন, চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।