মুড়িতে ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার, চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মুড়িতে ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার, চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার করায় একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় আরও দুইটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

তিনি জানান, কোতোয়ালী থানা এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতকরণ, রান্নাকরা বাসি তরকারি কাঁচা মাছ মাংসের সাথে ফ্রিজে সংরক্ষণ এবং কেমিক্যাল রং ব্যবহার করায় মেহমান হোটেলেকে ১৫ হাজার টাকা করা হয়। এছাড়া বাকলিয়া এক্সেস রোডে সিজলে পণ্যের মোরকজাত বিধিমালা লঙ্ঘণ করায় ৫ হাজার টাকা ও রাজাখালী এলাকায় তোফাজ্জল হোসেন মুড়ির মিলে অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি সংরক্ষণ করা এবং ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার করে মুড়ি প্রস্তুত করায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও রানা দেবনাথ। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।