Search
Close this search box.

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১২

উত্তর মেক্সিকোতে নুয়েভো লিওন রাজ্যের পাহাড়ি সান্তিয়াগো এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। দুর্ঘটনার ফলে বনে আগুন লেগে যায় এবং পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, রোববার এই দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, জেলা নাগরিক সুরক্ষা পরিচালক এরিক কাভাজোস জানান, নুয়েভো লিওন রাজ্যের পাহাড়ি সান্তিয়াগো এলাকায় ১৬ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ট্রাক পাহাড়ি রাস্তা থেকে ৪০০ ফুট নিচে খাদে পড়ে যাওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটে।

কাভাজোস জানান, পিকআপ ট্রাকে আরোহীদের মধ্যে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয় এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে এক নাবালকের মৃত্যু হয়।

সান্তিয়াগোর পৌরসভার সভাপতি ডেভিড দে লা পেনা বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বেসামরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে যে বাহনটি পড়ে যাওয়ার ফলে বনে আগুন লেগেছিল যা পরে নিয়ন্ত্রণে আনা হয়।