ঢালিউডের সফল জুটি ওমর সানী-মৌসুমী। গতকাল ছিল সেই ৪ মার্চ। তাঁদের বিয়ের ৩০ বছর পূর্ণ হলো। বিশেষ এই দিনে ওমর সানী ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘কীভাবে কেটে গেল ৩০ বছর টের পেলাম না, আমার ভালো লাগাটা একই জায়গায় আছে। দেরি হলো, কারণ আমার হোম মিনিস্টার আমেরিকার টাইমে আমাকে উইশ করলেন, তার জন্য ওয়েট করলাম। হ্যালো ফারদিন, ফাইজা।’
ওমর সানী-মৌসুমী দম্পতির একসঙ্গে কাজ করতে গিয়েই পরিচয়, এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে চিত্রপাড়ায় গুঞ্জনও চাউর হয় সে সময়। তবে কেউই মুখ খোলেননি। তবে তাদের দুজনের প্রেমের খবরটা জানতেন মৌসুমীর নানি আর ওমর সানীর মা।
একদিন হুট করে নানিকে নিয়ে ওমর সানীর বাসায় হাজির হন মৌসুমী। সেখানে গিয়েই ওমর সানীর মাকে বলেন, ‘এক্ষুনি কাজি ডাকেন, আজই ওদের বিয়ে দেব।’ সেদিনই কাজি ডেকে বিয়ে হলো। দিনটা ছিল ১৯৯৫ সালে ৪ মার্চ।
তাদের বিয়ে হলেও সেটা গোপনই ছিল অনেক দিন। মৌসুমী-সানীর কেউই বিষয়টি কাউকে জানাতে চাননি। চেয়েছিলেন দুজনে শুটিং করবেন, কাজ করবেন; এর বাইরে কিছু জানাবেন না। পরে অবশ্য জানাজানি হয়ে যায়। ঘটা করে ১৯৯৫ সালের ২ আগস্ট তারা বিয়ে করেন। সেই দিনটিও তারা উদযাপন করেন।
ওমর সানী-মৌসুমী দম্পতির দুই সন্তান ফারদিন এহসান ও ফাইজা। তারা দুজনেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, মৌসুমীও সেখানেই রয়েছেন অনেক দিন। শুধু ওমর সানী দেশে অবস্থান করছেন।