Search
Close this search box.

‘যতবার পুরুষ আমাকে হতাশ করেছে, ততবার আকর্ষণ আরও বেড়েছে’

অভিনেত্রী হিমাংশী খুরানার প্রেমের সম্পর্কে ছেদ পড়েছে দুবছর হতে চললো। যদিও তিনি প্রেমের সম্পর্ক ভাঙার পরেও একটুও মুষড়ে পড়েননি। বরং আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছেন সবার বিপরীতে গিয়ে। হেঁটেছেন একেবারেই উল্টো পথে।

সম্প্রতি গণমাধ্যমের কাছে সেই ব্যাখ্যাও দিয়েছেন ‘বিগ বস ১৩’- খ্যাত এ লাস্যময়ী অভিনেত্রী।

তিনি বলেন, ‘বিচ্ছেদ নিয়ে আমার মত- যতবার পুরুষ আমাকে হতাশ করেছে, ততবার আমার যৌন আকর্ষণ আরও বেড়েছে! এটি পরীক্ষিত সত্য।’

হিমাংশীর মন্তব্য রেশ ছড়িয়ে পড়েছে বলিউড পাড়ায়। আর নেটিজেনরাও তার রূপের প্রশংসা করছেন। পাশাপাশি অভিনেত্রীর সাহসিকতার প্রশংসা করছেন তরুণ ভক্তরা।

নেট দুনিয়ায় নতুন করে আলোচনায় হিমাংশী খুরানা এবং অসীম রিয়াজের প্রেম জীবন। দুজনেই ‘বিগ বস ১৩’ এর প্রতিযোগী ছিলেন। সেখান থেকে সম্পর্ক তৈরি হয় তাদের। সময় এগিয়েছে সম্পর্ক গাঢ় হয়েছে। বলিউডের অন্দরে যখন চর্চা, এবার তারা বিয়ে করবেন, তখনই প্রেম ভাঙার খবর আসে। ২০২৩-এ সম্পর্কের সুতো ছিঁড়ে আলাদা হয়ে যান অসীম-হিমাংশী। সেসময় ভিনধর্মী বলেই পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, এমনটিই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন।

মাঝে অসীম অবশ্য এক রহস্যময়ীর সঙ্গে প্রায়ই দেখা দিচ্ছিলেন। যদিও তার পরিচয় প্রকাশ্যে আনেননি। অপরদিকে, হিমাংশী নিজের ব্যক্তিগত জীবন গোপন রেখেছেন। তবে তিনি যে নিজের মতো করে ভালো থাকতে শিখে গেছেন, শনিবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া কয়েকটি ছবি সেই প্রমাণ। হিমাংশী সম্প্রতি বেড়াতে গিয়েছিলেন। মেরুনরঙা স্বচ্ছ জামায় আকর্ষণীয়া অভিনেত্রী। কখনও তিনি প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছেন আবার কখনো বইয়ের পাতায় পাতায় দিচ্ছেন ডুব। এভাবেই জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করছেন তিনি।

 

অভিনেত্রীর সাফ কথা একটাই, ‘বিচ্ছেদ সব সময় খারাপ নয়। এটা সোনালি স্মৃতিও হতে পারে।