বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খুলনা ব্যাটালিয়নের অভিযানে যশোরের শার্শার পাঁচভূলাট সীমান্ত থেকে ৯ কোটি ৬০ লাখ টাকা মূল্যের হীরার গয়নাসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। আটক পাচারকারীর নাম হাফিজুর রহমান। হাফিজুরের বাড়ি গোগা পাঁচভূলাট গ্রামে। খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার এ তথ্য জানান।
বিজিবি অধিনায়ক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাঁচভূলাট বিওপির সীমান্ত দিয়ে চোরাকারবারীরা পাচারের মালামাল ভারত হতে বাংলাদেশের নিয়ে আসবে। উক্ত সংবাদের ভিত্তিতে পাঁচ ভূলাট বিওপির টহল দল সীমান্ত পিলারের ১ কিলোমিটারের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে পাঁচভূলাট গ্রামের বদিপাড়া রাস্তার পাশে অবস্থান নেয়। বুধবার দিবাগত রাত আটটার দিকে পাঁচভূলাট অভিমূখে ব্যাটারিচালিত ভ্যানে করে আসা সন্দেহভাজন হাফিজুরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে কোমরে স্কচটেপ দিয়ে অভিনব কায়দায় রাখা ২১০ গ্রাম ওজনের ডায়মন্ডের আংটি ৭টি, নুপুর ২টি, ব্রেচলেট ১টি, চুড়ি ৩টি ও ১২টি নাকফুল উদ্ধার করা হয়। এ সময় ব্যাটারিচালিত ভ্যানটি জব্দ করা হয়।’
বিজিবি অধিনায়ক জানান, উদ্ধারকৃত হীরার ওজন ২১০ গ্রাম, যার মূল্য ৯ কোটি ৬০ লাখ ৫ হাজার ৭০ টাকা। আর ব্যাটারিচালিত ভ্যানটির আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
উদ্ধার করা হীরার গয়না যশোরের ডায়মন্ড জুয়েলারি ট্রেজারি অফিসে দেওয়া হয়েছে। আর ভ্যান ও আসামিকে শার্শা থানায় হস্থান্তর করা হয়েছে।