ভারত ও পাকিস্তানের চলমান সামরিক উত্তেজনার কারণে ১৪ মে পর্যন্ত ভারত-অধিকৃত কাশ্মীর থেকে সমস্ত নির্ধারিত হজ ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দিয়েছে জম্মু ও কাশ্মীর হজ কমিটি। খবর আল জাজিরার
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তীর্থযাত্রীদের ধৈর্য ধরতে এবং পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও বিকল্প ব্যবস্থা বা সংশোধিত সময়সূচি হজযাত্রীদের জানানো হবে।
এদিকে আজাদ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর গোলাবর্ষণে অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জনেরও বেশি।
এ তথ্য জানিয়েছেন পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরের সরকার পক্ষীয় মুখপাত্র মাজহার হুসেন শাহ। নিহতদের মধ্যে একটি ১০ বছরের কম বয়সী শিশুও রয়েছে।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত রাত থেকে ভারতীয় বাহিনীর হামলায় ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম এখনও চলমান।