যেভাবে মৃত্যু হচ্ছে একটি পুকুরের

উত্তর পাহাড়তলী নোয়াপাড়া হাজী আমানউল্ল্যাহ রোডের শত বছরের ছন্দনা পুকুরটি (নোয়াপাড়া পুকুর) এখন বিলুপ্তির পথে। স্থানীয়দের অভিযোগ মসজিদের ওয়াকফ এস্টেটের শত বছরের ঐতিহ্যবাহী পুকুরটি দিন-দুপুরে ময়লা আবর্জনায় ভরাট করা হলেও কেউ ভয়ে প্রতিবাদ করছে না। এতো বড় পুকুরটি নিয়ে জেলা প্রশাসন, পরিবেশ, ফায়ার সার্ভিস, সিডিএ, স্থানীয় কাউন্সিলর কারো পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা…