Search
Close this search box.

রমজানের শেষ দশ দিনের ফজিলত ও ইতিকাফের গুরুত্ব

মোহাম্মদ ইউছুপ, চট্রগ্রাম:
রমজানের শেষ দশ দিন ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় সময়। এ সময় মুসলমানরা ইবাদতে মগ্ন হয়, কারণ এই দশ দিনের মধ্যেই রয়েছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ লাইলাতুল কদর।

কুরআন ও হাদিসে শেষ দশ দিনের গুরুত্ব
আল্লাহ বলেন:

“নিশ্চয়ই আমি কদর রাতকে হাজার মাসের চেয়েও উত্তম করেছি।” (সূরা আল-কদর: ৩)

রাসুলুল্লাহ (সাঃ) বলেন,

“রমজানের শেষ দশ দিনে রাসুল (সাঃ) আরও বেশি ইবাদত করতেন, তাঁর পরিবারকেও জাগিয়ে দিতেন এবং ইতিকাফে বসতেন।” (বুখারি, মুসলিম)

শেষ দশ দিনের বিশেষ আমলসমূহ
১. ইতিকাফ:

রাসুল (সাঃ) আজীবন শেষ দশ দিন ইতিকাফ করেছেন।
মসজিদে একাগ্রচিত্তে ইবাদত করাকে ইতিকাফ বলে।
২. লাইলাতুল কদর অন্বেষণ:

কদর রাত সাধারণত বিজোড় রাতগুলোতে হয়ে থাকে (২১, ২৩, ২৫, ২৭, ২৯)।
এ রাতে বেশি বেশি কুরআন তেলাওয়াত, দোয়া ও ইস্তিগফার করা উচিত।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর, লা-ইলাহা ইল্লাল্লাহ বেশি বলা।