মোহাম্মদ ইউছুপ, চট্রগ্রাম:
রমজানের দিন। শাহিন (২৮) ভাবল, আজ ফুফুর বাসায় ইফতার করবে। কারণ, ফুফুর বাসার খাবারের ‘রিপুটেশন’ এলাকাজুড়ে।
ইফতারের আয়োজন
শাহিন গেল ফুফুর বাসায়, আর দেখল বিশাল আয়োজন:
- বেগুনি
- পিয়াজু
- চপ
- খেজুর
- ঝালমুড়ি
- দইবড়া
- বিরিয়ানি
এই দেখে শাহিন মনে মনে ভাবল,
“আজ পেট ভরে খাবো!”
ইফতার শুরু হলো। শাহিন একে একে সব কিছু খেতে লাগল। এমনকি, খাওয়ার ফাঁকে বলল,
“ফুফু, বিরিয়ানির স্বাদ অসাধারণ! আরেকটু দাও?”
ফুফু হাসিমুখে দিলেন। শাহিন খেতে থাকল।
প্রবলেম শুরু!
খাবারের শেষে শাহিনের মনে হলো, পেটটা একটু বেশি ভরে গেছে। কিছুক্ষণ পরেই টের পেল, ব্যথা শুরু হয়েছে!
অন্যদিকে ফুফা বললেন,
“শাহিন, তারাবির জন্য তৈরি হয়ে নে!”
শাহিন এবার দোটানায় পড়ে গেল। তারাবি পড়তে গেলে কী হবে? এত খাওয়ার পর উঠে দাঁড়ানোই মুশকিল!
মসজিদে গিয়ে প্রথম রাকাতেই রুকুতে যেতেই শাহিন মনে করল, বিরিয়ানি যেন উল্টো দিকে হাঁটছে! 😵 শেষমেশ চার রাকাত পড়ে বেরিয়ে এসে ফুফুকে বলল,
“ফুফু, দোয়া করো, আগামী বছর যেন আর এখানে ইফতার করতে না আসি!”
ফুফা হাসতে হাসতে বললেন,
“পরের বার শুধু খেজুর খেয়ে ইফতার করবি!”