লোহাগাড়ায় পদুয়া আইনুল উলুম মাদ্রাসার ৬২তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোঃ হেলাল চৌধুরী লোহাগাড়া | ১৬ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন ঐতিহ্যবাহী পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আগামী ২৩ জানুয়ারি (শুক্রবার) প্রতিষ্ঠানটির ৬২তম বার্ষিক সভা ও মাহফিলে সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০টা থেকে শুরু হতে যাওয়া এই আধ্যাত্মিক সম্মেলনে দেশের বরেণ্য ওলামায়ে কেরাম ও ইসলামি চিন্তাবিদগণ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানের বিশেষত্ব:
মাদ্রাসার গভর্নিং বডির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। এছাড়াও বিশেষ আলোচক হিসেবে থাকবেন প্রফেসর ড. হুমায়ুন কবির এবং এটিএন বাংলার জনপ্রিয় ধর্মীয় আলোচক হাফেজ মাওলানা শরীয়ত উল্লাহ জিহাদী।
সম্মানিত অতিথিবৃন্দ:
মাহফিলে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন:
আলহাজ্ব মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম (নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
আলহাজ্ব শাহজাহান চৌধুরী (সাবেক সংসদ সদস্য)।
আলহাজ্ব নাজমুল মোস্তফা আমিন (সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি)।
আনোয়ারুল আলম চৌধুরী এবং বনফুল এন্ডন কোম্পানির ডিরেক্টর আলহাজ্ব এম.এ শুকুর।
মাদ্রাসার এই বার্ষিক মিলনমেলায় এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে মাহফিলকে সফল করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন মাদ্রাসার গভর্নিং বডি ও কর্তৃপক্ষ।