লোহাগাড়া প্রতিনিধি:
লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮শ ৪৪ গ্রাম গাজা ও ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। রোববার (৪ মে) বিকেলে উপজেলার চরম্বায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন চরম্বা ১ নং ওয়ার্ডস্থ হিন্দুপাড়ার মৃত স্বপন কুমার দে’র পুত্র মিল্টন দে (৩৩) ও পদুয়া ৭ নং ওয়ার্ডস্থ ফরিয়াদের কুলের খন্দকার পাড়ার মৃত মোজাফফর আহমদের পুত্র নাজিম উদ্দীন (৩৮)। তাছাড়া অভিযানে ভোক্তা অধিকার আইনে আলী আহম্মদ নামে এক ব্যক্তিকে ৩ হাজার টাকা এবং ধুমপান ও তামাকজাত পণ্য নিয়ন্ত্রণ আইনে মঙ্গলী বালা নামে এক মহিলাকে ২শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল। অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং লোহাগাড়া থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন। এব্যাপারে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল বলেন, আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান করা হয়। এসময় মাদক রাখার দায়ে দুজনকে আটক করে নিয়মিত মামলার নির্দেশনা প্রদান করা হয় এবং এক ব্যক্তিকে ভোক্তা অধিকার আইনে ৩ হাজার টাকা এবং এক মহিলাকে ধুমপান ও তামাকজাত পণ্য নিয়ন্ত্রণ আইনে ২শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে । জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Post Views: ৫