লোহাগাড়ায় ২০ জানুয়ারি থেকে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও মহতী ধর্মসভা শুরু

লোহাগাড়ায় ২০ জানুয়ারি থেকে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও মহতী ধর্মসভা শুরু

লোহাগাড়া  প্রতিনিধি, ফুলকি দাস: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবাহান (নাথপাড়া) শ্রীশ্রী কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে আগামী ২০ জানুয়ারি (মঙ্গলবার) থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠানমালা। এই আয়োজনে শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ, মহতী ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান সূচি: আগামী ৬ মাঘ (২০ জানুয়ারি) মঙ্গলবার সকাল ৮টায় পতাকা উত্তোলন ও নগরকীর্তনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। প্রথম দিনের কর্মসূচিতে রয়েছে গীতা পাঠ, অন্নপ্রসাদ আস্বাদন এবং সন্ধ্যা ৫টায় মহানামযজ্ঞের শুভ অধিবাস। রাত ৯টায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন শেষে অনুষ্ঠিত হবে মহতী ধর্ম সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

​দ্বিতীয় দিন ২১ জানুয়ারি (বুধবার) ঊষালগ্নে শুরু হবে অহোরাত্র মহানাম সংকীর্তন। এদিন দুপুরে শ্রীশ্রী ঠাকুরের রাজভোগ এবং দুপুর ও রাতে মহাপ্রসাদ বিতরণ করা হবে। তৃতীয় দিন ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে নগর কীর্তন শেষে মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও দধি মঙ্গলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

অতিথিবৃন্দ ও বক্তাগণ: শ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজের আশীর্বাদপুষ্ট ও শ্রীমৎ স্বামী মহানন্দ পুরী মহারাজের নির্দেশনায় আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজ। প্রধান ধর্মীয় বক্তা হিসেবে আলোচনা করবেন শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ। এছাড়াও বিশেষ ধর্মীয় বক্তা হিসেবে শ্রীমৎ স্বামী রবিশ্বরানন্দ পুরী মহারাজ ও শ্রীমৎ স্বামী তাপসানন্দ পুরী মহারাজ উপস্থিত থাকবেন।

বিশেষ আকর্ষণ: এবারের নামযজ্ঞে দেশের প্রখ্যাত চারটি কীর্তনীয়া দল সুধাময় হরিনাম পরিবেশন করবেন। দলগুলো হলো— চট্টগ্রামের শ্রীশ্রী অচ্যূতানন্দ সম্প্রদায়, লক্ষ্মীপুরের শ্রীশ্রী কৈবল্যনাথ সম্প্রদায়, পিরোজপুরের শ্রীশ্রী জয় জগদানন্দ সম্প্রদায় এবং কক্সবাজারের প্রভু নিতাইচাঁদ সম্প্রদায়।

​মল্লিক ছোবাহান নাথপাড়া সার্বজনীন মহোৎসব উদ্‌যাপন কমিটি ও স্থানীয় মন্দির উন্নয়ন কমিটির পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ ভক্তবৃন্দকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থেকে শ্রীভগবানের কৃপা লাভের জন্য সনির্বন্ধ অনুরোধ জানানো হয়েছে।