Search
Close this search box.

শবে কদর – হাজার মাসের চেয়েও উত্তম এক রাত

মোহাম্মদ ইউছুপ, দৈনিক চট্রগ্রামের কন্ঠ:

শবে কদর বা লাইলাতুল কদর হলো ইসলামের অন্যতম বরকতময় রাত, যা হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা এই রাতের মর্যাদা কুরআনে বিশেষভাবে উল্লেখ করেছেন।

📜 শবে কদরের ফজিলত (কুরআন থেকে দলিল)
📖 আল্লাহ বলেন:

إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ۝ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ۝ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
“নিশ্চয়ই আমি কদরের রাতে কুরআন অবতীর্ণ করেছি। তুমি কি জানো, শবে কদর কী? শবে কদর হাজার মাসের চেয়েও উত্তম।” (সুরা আল-কদর: ১-৩)

📖 আরও একটি আয়াত:

إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُّبَارَكَةٍ
“নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে।” (সুরা আদ-দুখান: ৩)

📜 শবে কদর সম্পর্কে গুরুত্বপূর্ণ হাদিস
✅ রাসূলুল্লাহ (সা.) বলেন:

“যে ব্যক্তি ঈমান ও নেক নিয়তে শবে কদরের রাত ইবাদতে কাটায়, তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়।” (বুখারি: ২০১৪, মুসলিম: ৭৬০)

✅ আরও একটি হাদিস:

“তোমরা শবে কদরকে রমজানের শেষ দশ রাতের বিজোড় রাতগুলোতে তালাশ করো।” (বুখারি: ২০১৭, মুসলিম: ১১৬৯)

🌙 শবে কদরের বিশেষ বৈশিষ্ট্য
🔹 এ রাতে ফেরেশতারা পৃথিবীতে অবতরণ করেন।
🔹 আল্লাহ তায়ালা বান্দাদের গুনাহ মাফ করেন।
🔹 এটি হাজার মাসের (৮৩ বছর ৪ মাস) ইবাদতের চেয়েও বেশি সওয়াবপূর্ণ।