বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নিজের অবস্থান স্পষ্ট করেছেন ঢাকাই সিনেমার নায়িকা আইরিন সুলতানা। এই নায়িকাকে নিয়ে একটি বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে সম্প্রতি, এ বিষয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন তিনি।
নায়িকা জানান, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার সঙ্গেই আমি ছিলাম। এমনকি আমি রাস্তায়ও নেমেছিলাম। একদিন তো পুলিশের সঙ্গে ছাত্র-জনতার ধাওয়া পালটা ধাওয়ার মধ্যেই পড়েছিলাম। যেখান থেকে প্রাণ নিয়ে সেদিন ফিরেছিলাম। নয়তো আজ আর কথা বলতে পারতাম না। হয়তো শহিদের তালিকায় আমার নামও থাকত’।
আইরিন সুলতানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে গঠিত বিতর্কিত ‘আলো আসবেই’ গ্রুপের সঙ্গে সম্পৃক্ততা বিষয়ে জানান, ‘এটি পুরোটাই একটি মিথ্যাচার। কোনো একটি মহল উদ্দ্যেশ্যপ্রণোদিতভাবে এটি করেছে, আমাকে সামাজিকভাবে হেয়-প্রতিপণ্য করার জন্য। এ ধরনের কোনো গ্রুপের সঙ্গেই আমার সম্পৃক্ততা নেই। এমনকি কোনো রাজনৈতিক দলের সঙ্গেও আমার কোনো ধরনের যোগাযোগ নেই। আমি একজন শিল্পী হিসাবে আমার কাজটাই করে যাচ্ছি শুধু’।
তিনি বলেন, ব্যক্তিগত জীবনে আমি একেবারেই ভিন্ন। তা ছাড়া সেই গ্রুপে কারা ছিল তাদের নাম কিন্তু ইতোমধ্যেই প্রকাশ হয়েছে। সেখানে কিন্তু আমার নাম নেই। আমার নাম যদি থাকত তাহলে আমি মেনে নিতাম, বা তখন আমার অবস্থান আমিও ক্লিয়ার করতে পারতাম। কিন্তু যার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই, সে বিষয়ে আমি কি কথা বলব?
আইরিন সুলতানা অভিনীত একাধিক সিনেমা প্রস্তুত রয়েছে। তার মধ্যে বুলবুল জিলানীর পরিচালনায় ‘রৌদ্র ছায়া’, জেসমিন আক্তার নদীর পরিচালনায় ‘চৈত্র দুপুর’। এ ছাড়া রয়েছে ‘হৃদ মাজারে তুমি’ ও ভারতীয় সিনেমা ‘শিব রাত্রী’। এগুলো সেন্সর হয়ে গেছে, সময় সুযোগ বুঝে হয়তো মুক্তি পাবে বলে জানান অভিনেত্রী।