শিশুসন্তানকে বিষপানে হত্যার পর মায়ের আত্মহত্যা

লক্ষ্মীপুরে দুই বছরের মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর মা নিজেও বিষপান করে আত্মহত্যা করেছেন। বড় মেয়ের পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ার পর এমন ঘটনা ঘটান মা।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত তাসলিমা বেগম চরলক্ষ্মী গ্রামের মাঝি বাড়ির কৃষক সাহাবুদ্দিন মাঝির স্ত্রী। মিতু তাদের মেয়ে।

স্থানীয় লোকজন জানান, উপজেলার চরলক্ষ্মী গ্রামের মাহফুজ আলমের সঙ্গে তিন বছর আগের সাহাবুদ্দিনের বড় মেয়ে সাবিনা আক্তারের বিয়ে হয়। কিন্তু স্বামীর সঙ্গে তার মনোমালিন্য ছিল। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো তার।

নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, সাবিনা পরকীয়ায় আসক্ত। এক মাস ধরে তিনি বাবার বাড়িতে অবস্থান করছেন। মেয়েকে পরকীয়ার বিষয়ে সতর্ক করেন মা। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। সবশেষ মঙ্গলবার সকালে তাদের ঝগড়া হয়। এতে ক্ষুদ্ধ হয়ে বসতঘরের পাশে ধানখেতে গিয়ে প্রথমে ছোট মেয়ে মিতুকে বিষ খাওয়ান তাসলিমা। পরে তিনিও বিষপান করেন। একপর্যায়ে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া স্থানীয় লোকজনের বরাত দিয়ে বলেন, বড় মেয়েকে পরকীয়া বন্ধ করতে বলায় ঝগড়া থেকে ক্ষুদ্ধ হয়ে তাসলিমা এ ঘটনাটি ঘটিয়েছেন। মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।