শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চান উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতীয় সরকার ‘অনীহা’ দেখালেও দেশটির উত্তরপূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ চান তাকে যেন স্বদেশে পাঠিয়ে দেয়া হয়।
সম্প্রতি সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ‘মুড অব দ্য নেশন’ জরিপে ওঠে এসেছে এমন তথ্য।
জরিপে প্রশ্ন করা হয়— বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কী?
জবাবে উত্তরপূর্বাঞ্চলের ২৩ শতাংশ মানুষ জানান, শেখ হাসিনা ভারতের মিত্র ছিলেন, তাই তাকে আশ্রয় দেওয়া ঠিক ছিল। আর পুরো ভারতের ৩৭ দশমিক ৬ শতাংশ মানুষ এটির পক্ষে মত দিয়েছেন।
তবে, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে শেখ হাসিনাকে এখন ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন উত্তরপূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ।
অপরদিকে, পুরো ভারতের ২১ দশমিক ১ শতাংশ চান, শেখ হাসিনাকে এখন ভারত সরকার ফেরত পাঠিয়ে দিক।
এছাড়া, পুরো ভারতের আরও ২৯ শতাংশ মানুষ চান শেখ হাসিনা যেন আর ভারতে না থাকেন। তবে তারা চান তাকে যেন বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অন্য দেশে চলে যেতে বলা হয়।
অপরদিকে, উত্তরপূর্ব ভারতের ১৬ শতাংশ মানুষ এটির পক্ষে মত দিয়েছেন।
প্রসঙ্গত, প্রসঙ্গত, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন ভারতের রাজধানী দিল্লিতে যান তিনি। এরপর থেকে হাসিনা সেখানেই অবস্থান করছেন। দেশ ছেড়ে পালানোর পর হাসিনার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শতাধিক মামলা হয়েছে। এসব মামলায় বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশের পক্ষ থেকে নোট ভার্বাল ও অন্যান্য কাগজপত্র পাঠানো হয়েছে।
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চান উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতীয় সরকার ‘অনীহা’ দেখালেও দেশটির উত্তরপূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ চান তাকে যেন স্বদেশে পাঠিয়ে দেয়া হয়।
সম্প্রতি সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ‘মুড অব দ্য নেশন’ জরিপে ওঠে এসেছে এমন তথ্য।
জরিপে প্রশ্ন করা হয়— বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কী?
জবাবে উত্তরপূর্বাঞ্চলের ২৩ শতাংশ মানুষ জানান, শেখ হাসিনা ভারতের মিত্র ছিলেন, তাই তাকে আশ্রয় দেওয়া ঠিক ছিল। আর পুরো ভারতের ৩৭ দশমিক ৬ শতাংশ মানুষ এটির পক্ষে মত দিয়েছেন।
তবে, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে শেখ হাসিনাকে এখন ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন উত্তরপূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ।
অপরদিকে, পুরো ভারতের ২১ দশমিক ১ শতাংশ চান, শেখ হাসিনাকে এখন ভারত সরকার ফেরত পাঠিয়ে দিক।
এছাড়া, পুরো ভারতের আরও ২৯ শতাংশ মানুষ চান শেখ হাসিনা যেন আর ভারতে না থাকেন। তবে তারা চান তাকে যেন বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অন্য দেশে চলে যেতে বলা হয়।
অপরদিকে, উত্তরপূর্ব ভারতের ১৬ শতাংশ মানুষ এটির পক্ষে মত দিয়েছেন।
প্রসঙ্গত, প্রসঙ্গত, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন ভারতের রাজধানী দিল্লিতে যান তিনি। এরপর থেকে হাসিনা সেখানেই অবস্থান করছেন। দেশ ছেড়ে পালানোর পর হাসিনার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শতাধিক মামলা হয়েছে। এসব মামলায় বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশের পক্ষ থেকে নোট ভার্বাল ও অন্যান্য কাগজপত্র পাঠানো হয়েছে।
কর্ণফুলী টানেলে চলছে রক্ষণাবেক্ষণ কাজ, রাতে নিয়ন্ত্রিতভাবে চলবে যানবাহন
ঘষামাজা করে ৪০ কোটি টাকা কমিয়ে দেওয়ার নথিপত্র জব্দ
একক প্রার্থীর আসনে ‘না’ ভোটের বিধান থাকবে : আসিফ নজরুল
সরকারি-বেসরকারি সমন্বয় ছাড়া ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ সম্ভব নয়
সত্যিকার বাণিজ্যিক রাজধানীর রূপ দেওয়া হবে চট্টগ্রামকে
অতীতের ভুলের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াতের আমির