Search
Close this search box.

শেরপুরে ধর্ষণের শিকার স্কুলছাত্রী, লজ্জায় মায়ের বিষপান!

শেরপুরের ঐতিহ্যবাহি গজনী অবকাশ পর্যটন বিনোদন কেন্দ্রে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী। আর এ ঘটনায় লোক-লজ্জায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা।

মঙ্গলবার রাতে মুমূর্ষু অবস্থায় তাকে ঝিনাইগাতী হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ও এলাকাবাসী জানান, ১৪ ফেব্রুয়ারি ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী শেরপুরের ঝিনাইগাতী উপজেলা গজনী অবকাশ পর্যটন বিনোদন কেন্দ্রে ভালবাসা দিবসে বন্ধু-বান্ধবীর সাথে বেড়াতে গেলে কালিনগর এলাকার এক বখাটে যুবক ইলিয়াস (৩৪) তাকে জোরপূর্বক ধর্ষণ করে। যুবকের প্রভাবশালী পরিবার ঘটনা ধামাচাপা দিতে ভিকটিমের পরিবারের ওপর মামলা না করার চাপ প্রয়োগ করে বলে জানা যায়।

জানাজানি হলে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়ের মা লোক- লজ্জায় বিষ পান করেন। বাড়ির লোকজন উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শেরপুর সদর হাসপাতালে পাঠালে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচারর্জ মো. আল আমীন দৈনিক ইনকিলাবকে বলেন, অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।