Search
Close this search box.

শেষ জীবিত মার্কিন বন্দিকে মুক্তি দিচ্ছে হামাস, যুদ্ধবিরতিতে আশার আলো

আগামী মঙ্গলবার মধ্যপ্রাচ্যে সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগেই আগে শেষ ইজরায়েল-মার্কিন পণবন্দি এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হামাস। সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি প্রচেষ্টার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, গাজায় জীবিত পণবন্দিদের মধ্যে ইদানই শেষ মার্কিন নাগরিক। যদিও তাঁকে কবে মুক্তি দেবে হামাস তা এখনও কিছু জানায়নি।তবে সূত্রের খবর, মঙ্গলবার তাঁকে মুক্তি দেওয়া হতে পারে। ২১ বছর বয়সি ইদান আলেকজান্ডার ইজরায়েল সেনাবাহিনীর এক সদস্য। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে জন্ম তাঁর। সেখানেই তিনি বেড়ে উঠেছিলেন।গাজা সীমান্তে একটি বিশেষ ইউনিটে ছিলেন তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার সময় তাঁকে আটক করা হয়।

উল্লেখ্য, সে সময় হামাস যে ২৫১ জনকে পণবন্দি করে, তাদের মধ্যে ৫৯ জন এখনও গাজায় রয়েছে। তবে অনুমান করা হচ্ছে, এরমধ্যে কমপক্ষে ২৪ জন জীবিত আছেন।এদানকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কারণ হিসেবে হামাস জানিয়েছে, ৭০ দিন ধরে গাজা অবরোধ করে রেখেছে ইজরায়েল। কোন ধরনের ত্রাণ বা মানবিক সহায়তা ঢুকতে দিচ্ছে না তারা। মানবিক সহায়তা প্রবেশের চুক্তি সহজ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।