সদর ঘাট থানার ২৮ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আব্দুল মুবিন

সদর ঘাট থানার ২৮ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রাম মহানগরীর সদর ঘাট থানার ২৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩ জানুয়ারি, শনিবার বিকাল ৪টা ৩০ মিনিটে ওয়ার্ডের বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে ওয়ার্ড আমীর কবির আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ উল্লাহ বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। জামায়াতে ইসলামী সব সময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন থানা আমীর মুহাম্মদ আবদুল গফুর, ওয়ার্ড সেক্রেটারি ডা. কফিল উদ্দিন, নকুল আলম হারুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিরা এ ধরনের মানবিক উদ্যোগকে আরও বিস্তৃত করার আহ্বান জানান।