Search
Close this search box.

সমালোচনার মুখে প্রসিকিউটর আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল করেছে আইন মন্ত্রণালয়।

আজ শুক্রবার (২৮ মার্চ) তার নিয়োগ বাতিলের বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর (প্রশাসন) গাজী এম এইচ তামিম।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী আফরোজ পারভীন সিলভিয়াসহ চারজনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় সরকার। ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ থাকায় তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

সিলভিয়াকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেত্রী হিসেবে উল্লেখ করে তার নিয়োগ বাতিলের দাবি জানান ফ্যাসিবাদ বিরোধী আইনজীবীরা।