বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, ‘আমাদের দায়বদ্ধতা শুধু দেশের প্রতি, দেশের জনগণের প্রতি; আর কারও প্রতি নয়। রোববার (১৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
কাদের গণি চৌধুরী বলেন, ফ্যাসিস্ট আমলে সত্য তুলে ধরার সুযোগ ছিল না সাংবাদিকদের। এখন খুনি হাসিনা পালিয়ে গেছে, এখন সত্য তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। তাই আমি মনে করি, সাংবাদিকতা হবে পুরোটা সত্য, আংশিক সত্য নয়। সত্য আর মিথ্যার মিশ্রনে সাংবাদিকতা হয় না। আমাদের সাংবাদিকদের স্পষ্ট থাকতে হবে, আমাদের দায়বদ্ধতা শুধু দেশের প্রতি, দেশের জনগণের প্রতি।
তিনি বলেন, ‘আমরা দল দাশে পরিণত না হই। শেখ হাসিনাকে স্বৈরাচার থেকে মহাস্বৈরাচার, ফ্যাসিস্ট থেকে মহাফ্যাসিস্ট বানানোর ক্ষেত্রে বড় ভূমিকা এ দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের। যার কারণে শেখ হাসিনা পালানোর সঙ্গে সঙ্গে বহু সাংবাদিককে পালাতে হয়েছে। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সত্যটা লিখব। আমরা সত্য সাংবাদিকতা করবো।’