গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে জড়িতদের বিচারের দাবীতে চট্টগ্রামের বোয়ালখালী প্রেস ক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টায় প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের। এতে বক্তব্য দেন সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, পূজন সেন, রবিউল হোসাইন, শাহী এমরান কাদেরী, মো. মহিউদ্দিন, আর এস মাহমুদ, আবু নাঈম, বাবর মুনাফ, শাহাদাত হোসাইন জুনাঈদী ও জয়নুল আবেদীন।
বক্তারা বলেন, প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনা নৃশংস এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর ভয়াবহ আঘাত। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সাংবাদিক সমাজ উদ্বেগের মধ্যে পড়বে এবং সংবাদপেশায় ভয় ও অনিশ্চয়তা বৃদ্ধি পাবে। তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান।