Search
Close this search box.

সাকিব আর নিষিদ্ধ নন

যেকোনো পর্যায়ের ক্রিকেটেই আর বোলিং করতে বাধা নেই সাকিব আল হাসানের। এর আগে দুবার পরীক্ষা দিয়ে পাশ না করা সাকিব তৃতীয়বারে অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি পেয়েছেন।

গত বছর সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ম্যাচ খেলতে গিয়েই ঝামেলায় পড়েন ৩৭ বছর বয়সী অলরাউন্ডার। ম্যাচে দুর্দান্ত বোলিং করে ভারতে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিলেন। সিরিজ শেষেই আসে খবর। তখন জানা যায়, বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল।

ইসিবি যেকোনো পর্যায়ের ক্রিকেটে সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়। লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে প্রথম পরীক্ষা দিয়ে অকৃতকার্য হন। চেন্নাইয়ের পরের পরীক্ষায়ও পাশ করেননি তিনি। এবার যুক্তরাজ্যেই পরীক্ষা দিয়ে মুক্তি পেয়েছেন সাকিব।

এ ব্যাপারে ক্রিকবাজের কাছে সাকিব বলেছেন, ‘খবরটা সত্যি (বোলিং টেস্ট পাশ করার ব্যাপারে), এবং আমি আবার বোলিং করতে পারব।’

যদিও মাঝের সময়টাই সাকিবের একটি বড় ক্ষতি করেছে। চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চাওয়া এই অলরাউন্ডারকে দলে নেওয়া হয়নি। কারণ, শুধুই ব্যাটসম্যান সাকিবকে দলে রাখার যোগ্য মনে করেননি নির্বাচকরা। এখন যেকোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করার স্বাধীনতা পাওয়ায় আবার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোয় খেলতে পারবেন সাকিব।
অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি পেলেও দেশের ক্রিকেটে আর ফেরা হবে কিনা, সেটা এখনই বলা যাচ্ছে না। ঢাকা প্রিমিয়ার লিগের একটি ক্লাব তাঁকে আনার ঘোষণা দিলেও সে ঘোষণা থেকে সরে আসে পরদিনই।