সাতকানিয়ায় নকল এলপিজি গ্যাসের ২টি গোডাউন জব্দ ও সিলগালা

সাতকানিয়ায় নকল এলপিজি গ্যাসের ২টি গোডাউন জব্দ ও সিলগালা

চট্টগ্রামের সাতকানিয়ায় নকল বসুন্ধরা এলপিজি গ্যাসের দুইটি গোডাউন জব্দ ও সিলগালা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গোডাউনের মালিক মালিক আলমগীরের নামে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

সোমবার (৩ নভেম্বর) সদর ইউনিয়নের বারদোনা, গারাঙ্গীয়া শাহ মজিদিয়া মার্কেট সংলগ্ন কাঁচা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।