সাতকানিয়ায় পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার

মোহাম্মদ খোরশেদ আলম
, সাতকানিয়া | ৪ জানুয়ারি, ২০২৬
​চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) ভোর ও সকালে উপজেলার পশ্চিম ঢেমশা এবং কেওচিয়া এলাকায় এই অভিযান চালানো হয়।
​ছাগলের খোয়ারে মিলল এলজি ও রামদা
​গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৩টা ১০ মিনিটে সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. সুদীপ্ত রেজা (জয়ন্ত)-এর নেতৃত্বে একটি টিম পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগর এলাকায় অভিযান চালায়। অভিযানে নিজ বসতবাড়ি থেকে ইফতেকার (২৬) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।
​পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার বাড়ির ছাগলের খোয়ারের ভেতর থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ১টি দেশীয় তৈরি এলজি, ৩ রাউন্ড কার্তুজ এবং ১টি লম্বা রামদা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ইফতেকার স্থানীয় মো. ইউনুছের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
​জুতার ভেতরে ইয়াবা পাচার
​এদিকে সকাল ৭টা ১০ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুনি বটতল এলাকায় চেকপোস্ট পরিচালনা করে এসআই উত্তম কুমার রাজবংশীর নেতৃত্বে পুলিশের একটি দল। এসময় কক্সবাজারের চকরিয়া থেকে আসা রবিউল আলম (৩৪) নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
​তল্লাশিকালে তার পায়ে থাকা দুই লেয়ার বিশিষ্ট এপেক্স জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রবিউল চকরিয়া থানার ফাঁসিয়াখালী ইউনিয়নের গুনারপাড়া এলাকার আবু বক্করের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে পৃথক মামলা রুজু করা হয়েছে।
​পুলিশি ভাষ্য:
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ নির্মূলে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।