সাতকানিয়ায় বিধবা দাদিকে ধর্ষণের অভিযোগে নাতি গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় ৭০ বছর বয়সী এক বিধবা বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে মো. শওকত নামে (২৫) এক প্রতিবেশি নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর কাঞ্চনা সৈয়দপাড়াস্থ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বৃদ্ধা বাদী হয়ে অভিযুক্ত শওকতকে একমাত্র আসামি করে শনিবার রাতে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার শওকত ধর্ষণের শিকার দাদির প্রতিবেশি নাতি হয়। সে সুবাধে শওকত প্রায় সময় বৃদ্ধার ঘরে আসা-যাওয়া করতো। গতকাল শনিবার সকাল সোয়া ১১টার দিকে দাদি ঘরে পান্তা ভাত খাচ্ছিল। এ সময় শওকত দাদি বলে ডাক দিয়ে ঘরে প্রবেশ করে। দাদি শওকতকে ঘরে আসার কারণ জিজ্ঞাসা করলে সে (শওকত) দাদির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। পরে দাদি চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে শওকতকে আটক করে। পরে এলাকার লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ শওকতকে গ্রেপ্তার করে। পরে পুলিশ বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য বৃদ্ধাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন বলেন, শনিবার মধ্যরাতে ধর্ষণের শিকার বৃদ্ধা বাদী হয়ে থানায় মামলা দায়েরের ভিত্তিতে ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বৃদ্ধাকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে।