সাতকানিয়া উপজেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
মোঃখুরশিদ আলম সাতকানিয়া (চট্টগ্রাম)
সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শওকত আলী ১ম মৃত্যবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭ ঘটিকায় সাতকানিয়া উপজেলার কেরানীহাট সিটি সেন্টার দলীয় কার্যালয়ে সাতকানিয়া উপজেলা পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন, শওকত আলীর মৃত্যর শোককে শক্তিতে পরিণত করে দলকে এগিয়ে নিতে হবে।আগামী ফেব্রুয়ারী মাসে জাতীয় নির্বাচনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রের কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে ঘরে ঘরে পৌঁছাতে হবে। নির্বাচনে যাকে নমিনেশন দেওয়া হবে তার পক্ষে কাজ করে জিতিয়ে আসতে হবে।
সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ শফির সভাপতিত্বে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোবাস্সিরুল হক।
আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপি নেতা গাজী ফোরকান, সাতকানিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফরিদুল আলম, গাজী বেলাল, জেলা যুবদল নেতা সোলাইমান বাবুল, নিয়াজুর রহমান মেম্বার,জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাশেদ উদ্দিন,সাতকানিয়া উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান,সাতকানিয়া উপজেলা যুবদল নেতা আবুল কাশেম আযাদ, রিয়াদ,রুবেল, নাজিম উদ্দিন, ছৈয়দ নুর,আবদুর রহিম মনু, নুরুন্নবী জনি,মন্জুর হোসেন, আবদুল ছফুর,হুমায়ুন কবির, মোক্তার হোসেন প্রমুখ।