সাতকানিয়া প্রতিনিধি, খোরশেদ আলম
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ কর্তৃক ২৫(পচিঁশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১(এক)জন, ০৬(ছয়) মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত সহ ০২টি জিআর পরোয়ানাভুক্ত ০২(দুই)জন এবং ফৌঃকাঃ বিঃ ১৫১ ধারার ০১(এক)জন ও সিআর পরোয়ানাভুক্ত ০১জন আসামীকে গ্রেফতার করেছে।
১৪জুলাই সোমবার দিবাগত রাত ও ১৫জুলাই মঙ্গলবার সকালে এসআই(নিঃ) মোঃ এমরান হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে সাতকানয়িা থানাধীন ১০নং কেওচিয়া ইউপরি অর্ন্তগত কেরানীহাট হোটেল আল আকসা এর দক্ষিণ পার্শ্বে হাজী বেলাল টাওয়ারের সামনে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। মোঃ নজরুল ইসলাম (৩৯), পিতা: হাজী বেলাল সওদাগর, মাতা: মরিয়ম বেগম, ঠিকানা: স্থায়ী: (জনার কেওচিয়া, ব্যবসায়ী পাড়া, বেলাল সওদাগরের বাড়ী, ০৭নং ওয়ার্ড, ১০নং কেওচিয়া ইউপি) , উপজেলা/থানা- সাতকানিয়া, জেলা -চট্টগ্রামকে ধৃত করেন। পরবর্তীতে তাহার বিরুদ্ধে সাতকানিয়া থানার ,এফআইআর নং-১১, তারিখ- ১৫ জুলাই, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;রুজু করা হয়।
সিডিএমএস যাচাই করিয়া আসামী বিরুদ্ধে
১। (13UHQ) ডিএমপি এর বংশাল থানার ,এফআইআর নং-২২/২২, তারিখ- ০৮ জানুয়ারি, ২০২০; জি আর নং-, তারিখ- ০২ মার্চ, ২০২৩; সময়- ২৩.৪৫ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ,
২। (16RP4) ডিএমপি এর শাহবাগ থানার ,এফআইআর নং-২৪/৪৩৫, তারিখ- ২১ নভেম্বর, ২০১৯; সময়- সময় ২১.২০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ,
৩। (13W9B) ডিএমপি এর হাতিরঝিল থানার ,এফআইআর নং-১৪/১৪, তারিখ- ১১ জানুয়ারি, ২০২০; জি আর নং-, তারিখ- ০৪ মার্চ, ২০২৩; সময়- ২১:০৫ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
৪। (18RRN) কক্সবাজার এর চকরিয়া থানার ,এফআইআর নং-২২/৯৮, তারিখ- ১২ মার্চ, ২০২০; সময়- ০০:২০ ঘটিকা। ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ,
৫। (1VPC2) চট্টগ্রাম এর সাতকানিয়া থানার ,এফআইআর নং-৮/৬৯, তারিখ- ০৮ মার্চ, ২০২২; জি আর নং-৬৯/২২, তারিখ- ১০ মার্চ, ২০২২; সময়- রাত ০২:৩০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
৬। (1AFTB) চট্টগ্রাম এর সাতকানিয়া থানার ,জিডি নং-১১৭২/২০২০, তারিখ- ২৭ আগস্ট, ২০২০; সময়- ২৩:১৫ ঘটিকা।
৭। (LAT6) চট্টগ্রাম এর সাতকানিয়া থানার ,এফআইআর নং-৪, তারিখ- ১২ এপ্রিল, ২০০৬; সময়- ধারা- ৩৭৯/৪১১/১৪৩/৩৫৩/৩৪২/৩৩২/৩৩৩ পেনাল কোড-১৮৬০;
৮। (95YWN) রংপুর এর পীরগঞ্জ থানার ,এফআইআর নং-৭, তারিখ- ০২ এপ্রিল, ২০২৩; জি আর নং-১৪৮, তারিখ- ০২ এপ্রিল, ২০২৩; সময়- সময় ২২.২০ ঘটিকা। ধারা- ৩৬(১) সারণির ১০(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
৯। (9689Q) কক্সবাজার এর ঈদগাঁও থানার ,এফআইআর নং-১০, তারিখ- ১৭ মে, ২০২৩; জি আর নং-৫৪, তারিখ- ১৭ মে, ২০২৩; সময়- ১০.৫০ ঘটিকা। ধারা- ৩৬(১) সারণির ১০(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; পাওয়া যায়।
এএসআই(নিঃ) মোঃ সুমন হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া জিআর-০৯/২৩(এস), বান্দরবান সদর থানার মামলা নং-০৯, তারিখ-২১/০১/২৩, ধারা-৩৭৯ পেনাল কোড এর ০৬(ছয়) মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত সহ ০২টি পরোয়ানাভুক্ত আসামী
২। আকতার হোসেন(৩০), পিতা-আবদুল মালেক, সাং-দক্ষিন মরফলা, মরিচ্যাপাড়া, ০৯নং ওয়ার্ড, জামাল মাষ্টারের বাড়ী, ১৩নং নলুয়া ইউপি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে ধৃত করেন।
এসআই(নিঃ) মোঃ এমরান হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সাতকানিয়া থানাধীন ১০নং কেওচিয়া ইউপিস্থ পাটানিপুল নামক স্থানে জনগনের রোষানল এবং জনসাধারনের শান্তি-শৃঙখলা বিঘ্ন করার কারণে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায়
৩। মোঃ খোকন(৪২), পিতা-নুরুল ইসলাম, মাতা-মৃত জোহরা বেগম, সাং-মীরনগর, এজাহার মিয়ার বর বাড়ী, ০৭নং ওয়ার্ড, ১১নং কালিয়াইশ ইউপি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে ধৃত করেন।
এএসআই(নিঃ) মোঃ নুর উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া মিছ-২৪৩৯/১৩, ধারা-১০৭/১১৭(সি) এর পরোয়ানাভুক্ত আসামী
৪। কামাল উদ্দিন, পিতা-মৃত আবদুর মালেক, সাং-এওচিয়া(চূড়ামনি সিকদার বাড়ী), থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে ধৃত করেন।