Search
Close this search box.

সার্জারির টেবিল থেকে ভেসে এলো পিনাকীর যে বার্তা

সার্জারির টেবিল থেকে ভেসে এসেছে জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্যের বার্তা। গতকাল শুক্রবার (৭ মার্চ) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে করা পোস্টে নিজেই জানিয়েছিলেন শরীরে সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

এবার তার অ্যাডমিন পোস্ট থেকে জানা গেল পিনাকীর সার্জারি ভালো ভাবেই সম্পন্ন হয়েছে। আজ শনিবার (৮ মার্চ) অ্যাডমিন পোস্টের মাধ্যমে জানানো হয়, পিনাকীর সার্জারি ভালো ভাবেই সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। উনাকে রুমে নিয়ে আসা হয়েছে।

সেখানে আরও জানানো হয়, সংশ্লিষ্ট পেইজ এডমিনের সাথে টেক্সট মেসেজে আলাপ হয়েছে। উনি ভালো বোধ করছেন। আপনাদের কাছে উনি দোয়ার দরখাস্ত দিয়েছেন।