Search
Close this search box.

সাহরি খেতে উঠল – তারপর যা হলো!

মোহাম্মদ ইউছুপ, চট্রগ্রাম:

রমজান মাস এলেই অনেকের ঘুম আর খাওয়ার রুটিন উলট-পালট হয়ে যায়। তবে মফিজ (২৫) এর মতো ঘটনা সচরাচর ঘটে না!

ঘটনার শুরু

রাতে ঘুমানোর আগে মফিজ ভাবল,

“সাহরিতে উঠতেই হবে! আজ একটু স্পেশাল খিচুড়ি রান্না হবে!”

তাই সতর্ক থাকার জন্য মোবাইলে ৫টা অ্যালার্ম সেট করল।

  • প্রথম অ্যালার্ম: রাত ৩:৩০ – ঘুমের মধ্যেই হাত বাড়িয়ে বন্ধ করে দিল!
  • দ্বিতীয় অ্যালার্ম: ৩:৪৫ – আরেকবার হাত বাড়িয়ে বন্ধ!
  • তৃতীয় অ্যালার্ম: ৪:০০ – এবার চোখ খুলল, কিন্তু মাথায় রাখল,

    “৫ মিনিট পরে উঠব…”, আর তৎক্ষণাৎ ঘুম! 😴

মোবাইলের দুঃসংবাদ!

হঠাৎ ঘুম ভাঙল একটা শব্দে – মোবাইলের নোটিফিকেশন! ঘড়ির দিকে তাকিয়ে দেখে – সকাল ৭:৩০!

“ওরে বাবারে! সাহরি মিস!” 😱

বিছানা থেকে উঠে হাত-পা ছুঁড়ে বলতে লাগল,

“আজ আমার রোজা নষ্ট!”

এদিকে মা এসে বললেন,

“এই জন্যই আগে উঠতে হয়! এখন গোসল করে নামাজ পড়তে যাও!”

মফিজের মন খারাপ হলেও বন্ধুদের কল দিল, জানতে চাইল,

“ভাই, কেউ কি আমার মতো ঘুমিয়ে পড়েছে?”

উত্তরে সবাই হেসে বলল,

“নাহ! শুধু তুই একা!” 🤣