সিএনজিতে ফেলে যাওয়া ব্যবসায়ীর ১২ লাখ টাকা উদ্ধার

চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশের অভিযানে মাত্র ১২ ঘণ্টার মধ্যে সিএনজি অটোরিকশায় ফেলে যাওয়া এক ব্যবসায়ীর নগদ ১২ লাখ টাকা ব্যাগসহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল প্রায় ৫টার দিকে টিপ সুলতান নামের এক ব্যক্তি নগরীর স্টেশন রোডের হোটেল নিজাম সংলগ্ন সড়কে একটি সিএনজি অটোরিকশায় তাঁর মালামাল তোলেন।

মালামাল নামিয়ে দিতে গিয়ে অসাবধানতাবশত তাঁর সঙ্গে থাকা একটি কালো ব্যাগ সিএনজির ভিতরেই রেখে দেন। পরবর্তীতে তিনি স্মরণ করেন, ব্যাগটি সিএনজিতে রয়ে গেছে, যাতে তাঁর ব্যবসায়িক লেনদেনের জন্য প্রস্তুত নগদ ১২ লাখ টাকা ছিল।ব্যাগটি কোথাও খুঁজে না পেয়ে তিনি কোতোয়ালী থানায় এসে বিষয়টি লিখিতভাবে জানান।

পরে থানার উপ পরিদর্শক বাহার মিয়া ও উপ পরিদর্শক তারেকুল ইসলামসহ কোতোয়ালী থানা পুলিশের একটি টিম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায়।

প্রথমে থানায় স্থাপিত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট সিএনজি অটোরিকশার নম্বর (চট্ট-মেট্রো-থ-১৩-৫৭২০) শনাক্ত করা হয়। সোর্সের তথ্য এবং সিসি ক্যামেরার ভিত্তিতে অভিযান চালিয়ে খুলশী থানাধীন আমবাগান এলাকায় গিয়ে সংশ্লিষ্ট সিএনজি চালক ও মালিককে শনাক্ত করে পুলিশ। চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যবসায়ীর ফেলে যাওয়া নগদ ১২ লাখ টাকা ব্যাগসহ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।