*সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ০২টি সাজা পরোয়ানাভূক্ত ০১জন আসামী গ্রেফতার*

*সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ০২টি সাজা পরোয়ানাভূক্ত ০১জন আসামী গ্রেফতার* অদ্য ০৮/০৯/২০২৫ ইং তারিখ কোতোয়ালী থানার এসআই মোঃ মিজানুর রহমান চৌধুরী, এসআই মোঃ খায়রুল বাসার সাজিদ, এএসআই সোহেল আহমেদ ও এএসআই রিগান চাকমা সঙ্গীয় ফোর্সসহ খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ০১। দায়রা- ১৯৩১/২৩, সিআর- ২২০/২২ (ডবলমুরিং), ০২। দায়রা- ২৬০৭/২৩, সিআর- ৯৪/২২ (বাকলিয়া) সংক্রান্তে ০২টি সিআর সাজা ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ সাদেক হোসেন, পিতা- মোঃ হেসেন আলী, সাং- ৩৬, খাজা মার্কেটের পাশে, বদরপুকুর পাড়, কোতোয়ালী, চট্টগ্রাম’কে গ্রেফতার করেন। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।