অদ্য ২৫/০২/২০২৫ খ্রি. বিকাল ৩:০০ ঘটিকা থেকে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। এই দীর্ঘ সময়ে বেশ কয়েকজন সেবা প্রত্যাশীর বক্তব্য শুনেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ মহোদয়। সেবা প্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা শুনে কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। সেবা প্রার্থীর মধ্যে কয়েকজন তাৎক্ষণিক সমাধান পেয়ে কমিশনার মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করে সন্তুষ্টি প্রকাশ করেন।
এই ওপেন হাউজ ডে-তে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আশফিকুজ্জামান আকতার; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব জয়নুল আবেদীন (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোঃ রইছ উদ্দিন মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।