চট্টগ্রামে কোটহিল রেজিস্টার কার্যালয়ের সামনে থেকে আটক করে নির্যাতন ও মোটা অংকের টাকা আদায় করার অভিযোগে চট্টগ্রামে পাঁচ পুলিশের নাম উল্লেখ করে আদালতে দুইটি মামলা করা হয়েছে। মামলার আসামিরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানায় কর্মরত আছেন ।
রবিবার (১০ নভেম্বর ) চট্টগ্রাম মহানগর দায়রা জজ এর আদালতে মামলাটি করা হয়।
দুটি মামলায় আবেদন করেন মারধরের শিকার ভিকটিম জাহাঙ্গীর আলম ও তার মা ছফুরা বেগম, ভিকটিম জাহাঙ্গীর আলম পেশায় একজন ব্যবসায়ী।
মামলায় আসামিরা হলেন সিএমপির কোতোয়ালি থানার এস আই মেহেদী হাসান পরিচিত নং ৮৯২০২২৬২৫১ , এস আই মোশারফ পরিচিত নং ৯৪২০২২৬৫৮৭, এস আই মিজানুর রহমান পরিচিত নং ৯৫২০২২৬৪২৬, এস আই মনিরুল আলম পরিচিত নং ৯৩২০২২৬৩৮১, এ এস আই রণেশ বড়ুয়া, ও তাদের নিয়োজিত সোস রাজু ।
মামলায় এজাহারে উল্লেখ করা হয়, কোট হিল রেজিস্টার কার্যালয়ে সামনে থেকে সিভিল টিম পরিচয় দিয়ে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম কে টেনে হেঁচড়ে কোতোয়ালি থানায় নিয়ে গিয়ে পাওয়ার ব্যাংক এর মত দেখতে ডিভাইস দিয়ে ইলেকট্রিক শর্ট দেয় ও বেধড়ক ভাবে সারা শরীরে ছিনতাইকারী বলে মারধর ও রক্তাক্ত করে আহত করেন, খবর পেয়ে তার মা ও পরিবারের অন্যান্য সদস্যরা থানায় গেলে তাদেরকে দেখা করতে না দিয়ে ভিকটিম এর ছোট ভাই আলমগীরকে হাতকড়া পরিয়ে বিভিন্ন থানার মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় ভীতি দেখিয়ে ৭ লক্ষ টাকা দাবি করেন পুলিশ সদস্যগণ ,
পরবর্তীতে আসামিগণ ভিক টিম জাহাঙ্গীর আলম এর মা ছবুরা বেগমের কাছ থেকে বিভিন্ন থানার মামলা দেওয়ার ভয় ভীতি দেখিয়ে প্রথম দিন অর্থাৎ ৩১-০৩-২০২৪ তারিখ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা, রিমান্ডের দিন অর্থাৎ ০৩-০৪-২০২৪ তারিখ বিশ হাজার টাকা, রিমান্ডে দ্বিতীয় দিন অর্থাৎ ০৪-০৪-২০২৪ চল্লিশ হাজার টাকা, রিমান্ড শেষে আদালতে প্রেরণের সময় অর্থাৎ ০৫-০৪-২০২৪ দশ হাজার টাকা এ-ই ভাবে ধাপে ধাপে মোট ২ লক্ষ ২০ হাজার টাকা আদায় করেন যাহার ভয়েস রেকর্ড আদালতে মজুদ আছে
এবং পুলিশ সদস্যগণ তাদের চাহিদা মত টাকা না পেয়ে পূর্বের জব্দকৃত মালামাল টেবিলে রেখে এস আই মিজানুরের ব্যক্তিগত মোবাইল দিয়ে জাহাঙ্গীর আলমের ছবি এবং ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় পরবর্তীতে , জাহাঙ্গীর আলম কে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে
২৫ /৩/২০২৪ তারিখ সি আর বি কাঠের বাংলা একটি ছিনতাইয়ের মামলায় মিথ্যাভাবে চালান করে দেন।
পরবর্তীতে জানা যায় ছিনতাই এর ঘটনাস্থল থেকে অনুমান ৩০ কিলোমিটার দূরে ২৫/৩/২০২৪ সীতাকুন্ডো বারো আউলিয়া বি এস আর এম ফ্যাক্টরির সিসিটিভি ফুটেজে সারাদিনের জাহাঙ্গীর আলমের অবস্থান মোবাইল লোকেশন সম্পর্কে যাহা আদালতে মজুদ রয়েছে,
এই ঘটনায় জাহাঙ্গীর আলম বাদী হয়ে, নির্যাতন ও হেফাজতে মৃত্যু ( নিবারণ) আইন ২০১৩ মামলা করেন।
আরেকটি ছফুরা বেগম বাদী হয়ে, দুর্নীতি দমন আইন ১৯৪৭ এর ৫ (২) ধারা ও দন্ডবিধির ১৬২ ১৬৩ ধারা মামলা করেন।
মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম বলেন, মহানগর দায়রা জজ আদালত এটি আমলে নিয়ে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন দুদকে এবং আরেকটি মামলা পি বি আই কে তদন্তের নির্দেশ দিয়েছেন।