সীতাকুণ্ডে আলোচিত চাঞ্চল্যকর বিএনপি নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ডে বহু আলোচিত ও চাঞ্চল্যকর বিএনপি নেতা মীর আরমান হোসেন হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ মিল্লাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ এর একটি টিম।

এর আগে গত ১৬ জানুয়ারি উক্ত মামলার প্রধান আসামি মোঃ আল আমীন (২৮)কে কুমিল্লা জেলার লাকসাম থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ৩ নাম্বার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ জসিম উদ্দিন প্রকাশ ভুট্ট (৩৫)কে ভোলা জেলার লাল মোহন

নিহত মীর আরমান হোসেন সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা ও উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক। গত ০৯ আগস্ট চট্টগ্রামের একটি আভিযানিক দল ভূজপুর উপজেলা থানাধীন সন্ধীপ নগর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ মিল্লাতকে গ্রেপ্তার করেন।

এদিকে র‌্যাব-৭ জানায়, চলতি বছরের গত ০২ জানুয়ারি রাতে মীর আরমান হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে জৈনক আল-আমীন নামের এক ব্যক্তি তার বসতঘর হতে স্থানীয় বাজারে ডেকে নিয়ে যান। পরবর্তীতে আল-আমীন এবং তার অন্যান্য সহযোগীরা আরমানকে জঙ্গল সলিমপুর কাচা রাস্তার গলির নিয়ে পূর্বপরিল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরত্বর রক্তাক্ত জখম করে এবং আরমানের ডান পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে তারা ঘটনাস্থ থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে আরমানের পরিবার এবং স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে নিহত আরমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষনা করেন। এদিকে ঘটনায় নিহত আরমানের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় ১০ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সে মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাব-৭ চট্টগ্রাম হত্যা মামলার এজাহারনামীয় আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখেন। নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭, গোপন সূত্রে জানতে পারেন হত্যা মামলার ০২নম্বর এজাহারনামীয় পলাতক আসামী মোঃ মিল্লাত চট্টগ্রাম জেলার ভূজপুর থানাধীন এলাকায় অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে গত ০৯ আগস্ট শনিবার র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম ভূজপুর থানাধীন সন্ধীপ নগর এলাকায় অভিযান পরিচালনা করে জঙ্গল সলিমপুর এলাকার মৃত মোঃ ইব্রাহীম এর ছেলে আসামি মোঃ মিল্লাতকে গ্রেপ্তার করা হয়।

এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন, হত্যা মামলার আসামী মিল্লাতকে থানায় হস্তান্তর করেছেন র‌্যাব-৭। রবিবার সকালে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।