সীতাকুণ্ডে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ আয়াস (২৫) নামে এক রোহিঙ্গা কারবারিকে গ্রেপ্তার

সীতাকুণ্ডে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ আয়াস (২৫) নামে এক রোহিঙ্গা কারবারিকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। গ্রেপ্তারকৃত মাদক কারবারি কঙবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ইয়াছিন উল্লাহর ছেলে বলে জানা গেছে। গত মঙ্গলবার বিকাল ৫টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী দামার খাল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ–আস–সামি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে, ওই এলাকায় এক রোহিঙ্গা ইয়াবা বেচা–কেনা করছে। সংবাদের ভিত্তিতে তারা বিকেল ৫টার দিকে ওই এলাকায় অবস্থান করে। এরপর ইয়াবা বেচা–কেনার সময় এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেটে লুকিয়ে রাখা ১২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। জব্দকরা ইয়াবা এবং আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদক পাচার রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।