চট্টগ্রামের সীতাকুণ্ডে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা কমিটি গঠন করা হয়েছে।
আসন্ন মেলাকে সামনে রেখে ২০২৫-২৬ দুই বছরের জন্য নতুন সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এ উপলক্ষে ২৫ জানুয়ারী শনিবার সীতাকুণ্ডের প্রেমতলাস্থ মেলা কমিটি কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১১টায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথকে ফুল দিয়ে বরণ করেন বিদায়ী সাধারণ সম্পাদক বাবুল কান্তি শর্মা।
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা জিতেন্দ্র নারায়ণ নাটু, সহ সভাপতি সুনন্দ ভট্টাচার্য্য সাগর, অর্থ সম্পাদক পাপন কৃষ্ণ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, কাকন দাশ, দপ্তর সম্পাদক অলক ভট্টাচার্য্য প্রমুখ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথ বলেন, গত ১৭ বছর এই মেলা কমিটিকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি। অনেক অনিয়ম দুর্নীতি হয়েছে। যার ফলে ভোগান্তির শিকার হয়েছিলো আগত তীর্থ যাত্রীরা। এবার তিনি এসকল অনিয়ম ও ভোগান্তি দূর করতে সচেষ্ট থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রসঙ্গত, পদাধিকার বলে শিব চতুর্দশী মেলা কমিটির সভাপতি থাকেন চট্টগ্রামের জেলা প্রশাসক। তাঁর পক্ষে প্রতিনিধিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা।
