Search
Close this search box.

সুদানে আবাসিক এলাকায় আরএসএফের গোলাবর্ষণে নিহত ৭ : সেনাবাহিনী

সুদানে আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) গোলাবর্ষণে পশ্চিম সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল-ফাশেরে সাতজন নিহত হয়েছে। দেশটির সশস্ত্র বাহিনী (এসএএফ) সোমবার এ তথ্য জানিয়েছে।

সামরিকপন্থী সরকারের এক বিবৃতিতে এদিন বলা হয়, রবিবার রাত থেকে শুরু হওয়া আরএসএফের গোলাবর্ষণ আবাসিক এলাকা লক্ষ্য হয়। এতে সাতজন নিহত হয়, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

এ ছাড়া অন্তত আহত ১৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে সেনাবাহিনী রবিবার শহরে আরএসএফের গোলাবর্ষণে আরো ৯ জন নিহত হওয়ার জানিয়েছিল।

২০২৪ সালের মে মাস থেকে এল-ফাশেরে এসএএফ ও আরএসএফের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় শহরটিকে মানবিক সহায়তার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে রক্ষা করতে সতর্ক করেছে। শহরটি ও এর উপকণ্ঠে দুর্ভিক্ষপীড়িত দুই শরণার্থীশিবির নিয়ন্ত্রণের জন্য আরএসএফ নিয়মিত হামলা চালিয়ে আসছে।

এদিকে ২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফ ও এসএএফের মধ্যে চলমান ক্ষমতার লড়াইয়ে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং সুদানকে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মুখে ঠেলে দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, তিন বছর ধরে চলা এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ নিহত এবং এক কোটি ৫০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক কিছু গবেষক বলছেন, প্রকৃত মৃতের সংখ্যা এক লাখ ৩০ হাজার পর্যন্ত হতে পারে।