গ্রামে হাঁসের খামার দিলে লাভ বেশি—এমন একটা আইডিয়া পেয়ে হাসান (২৯) শুরু করল তার নতুন ব্যবসা!
খামারের শুরু
- ৫০টা হাঁস কিনে ফেলল
- সুন্দর একটা ছোট্ট পুকুরে ছেড়ে দিল
- ভাবল, “দুই মাস পর ভালোই টাকা আসবে!”
কিন্তু সমস্যা শুরু হলো কয়েকদিন পরই! হাঁসগুলো পালানোর ফন্দি আটতে শুরু করল!
বড় বিপদ!
একদিন সকালে দেখে—সব হাঁস নাই! 😱
হাসান তাড়াতাড়ি পুকুরের পাশে গেল, দেখল, হাঁসগুলো দল বেঁধে দৌড়াচ্ছে!
“ওরে! তোরা কোথায় যাস?!”
সে হাঁসের পিছনে দৌড়াতে শুরু করল, আর পাশের গ্রামের লোকজন হাসতে হাসতে বলল,
“ব্যবসা করতে এসেছিল, এখন হাঁসের ফিটনেস ট্রেনিং করছে!” 🤣
অবশেষে হাসান বুঝল,
“খামার করা এত সহজ না!” 🤦♂️
Post Views: ৩১