Search
Close this search box.

হাজি সেলিমের হাতে পত্রিকা, নিতে গেলে চিৎকার-চেঁচামেচি

রাজধানীর শাহবাগ থানার মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ সোমবার (৫ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এই আদেশ দেন।

সকাল ১০টা ১০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় হাজী সেলিমকে। এরপর আদালতের কাঠগড়ায় রাখা হয় তাকে। সে সময় তার হাতে পত্রিকার একটি পৃষ্ঠা দেখা যায়। সকাল সোয়া ১০টার দিকে এক পুলিশ সদস্য পত্রিকার পৃষ্ঠাটি হাজী সেলিমের হাত থেকে নিতে গেলে চিৎকার-চেঁচামেচি করে ওঠেন তিনি। হাজী সেলিম পুলিশ সদস্যকে লক্ষ্য করে চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। পরে তার আইনজীবীর মধ্যস্থতায় শান্ত হন তিনি।

শুনানির পরপর এজলাস থেকে হাজী সেলিমকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয়। এখানেও বিপত্তি। পুলিশের সঙ্গে ফের চিৎকার-চেঁচামেচিতে লিপ্ত হন হাজী সেলিম। পরে শান্ত হলে ধীরে ধীরে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয় তাকে। এ সময় তার মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট এবং দুই হাত পেছন দিক থেকে পিছমোড়া করে বাধা ছিল।

গত ২ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি মো. সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ।