হাটহাজারীতে বন্দুক, কার্তুজ, ধারালো অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ১

হাটহাজারীতে পরিত্যক্ত পাহাড় থেকে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক, কার্তুজ, ধারালো অস্ত্র ও মাদকসহ (ইয়াবা) কামরুল ইসলাম প্রকাশ মনিরুল মনি প্রকাশ মহিন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

রবিবার (৩ আগস্ট) বিকালের দিকে হাটহাজারী মডেল থানাধীন দক্ষিন পাহাড়তলী সিটি কর্পোরেশন এর ফতেয়াবাদ রেল লাইনের পশ্চিমে বালুর টালের সংলগ্ন উত্তর পার্শ্বে ওয়াসার পরিত্যক্ত পাহাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত কামরুল ইসলাম প্রকাশ মনিরুল প্রঃ মনি প্রঃ মহিন (৫২),১নং ওয়ার্ড (চসিক) দক্ষিণ পাহাড়তলীর ফতেয়াবাদস্থ জিয়ন মহুরীর বাড়ীর মমতাজ সর্দারের সন্তান।

অভিযানের নেতৃত্ব দেয়া হাটহাজারী মডেল থানার এসআই রুপন নাথ জানান, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্যার কাজী মো.তারেক আজিজ এবং ওসি স্যার আবু কাওসার মাহমুদ হোসেনের দিক নির্দেশনায় সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখিত স্থান থেকে একাধিক মামলার আসামী কামরুল ইসলাম প্রকাশ মনিরুল প্রঃ মনি প্রঃ মহিনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিক্তিতে তার সাথে পাওয়া ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক, ৩টি কার্তুজ,ছাড়াও উক্ত স্থান থেকে ৫১ পিস ইয়াবা, ১টি লোহার ছেনি, ১টি দা, ১টি ধারলো টিপ ছুরি, ৩টি ধারালো ছুরি, মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। এসময় তার বসত গৃহের নিকট পৌছামাত্র তাহার কখিত স্ত্রী বৃষ্টি আকতার (৩২) ঘটনাস্থলের পাশের পাহাড়ী গভীর ঝোপজঙ্গল এলাকার দিকে পালিয়ে যায়।একাধিক মামলার আসামি গ্রেফতারকৃত কামরুল ইসলাম স্বীকার করেছে তার কথিত স্ত্রী বৃষ্টি আকতার অবৈধভাবে সেখানে মাদকদ্রব্য ক্রনা বিক্রয় করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং পলাতক কথিত স্ত্রী বৃষ্টি আকতারের নামে মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ রবিবার রাত ৯ টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।