
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় দুইটি যমজ সন্তানসহ ৯টি স্বাভাবিক প্রসব হয়েছে। গতকাল সোমবার এইসব প্রসবের ঘটনা ঘটেছে। প্রসবকৃত সন্তানদের মধ্যে চারজন ছেলে ও পাঁচজন কন্যা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার জানান, সোমবার ২৪ ঘণ্টায় ৮ প্রসূতি ৯ সন্তান স্বাভাবিক প্রসব করেছে। এদের মধ্যে একজন যমজ সন্তান প্রসব করেছে। এসব প্রসূতিদের মধ্যে ৬ জন হাটহাজারী উপজেলার, ২জন পার্শ্ববর্তী উপজেলার। বর্তমানে প্রসূতি ও নবজাতক উভয়েই সুস্থ আছে। তিনি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স ও স্টাফদের আন্তরিক সেবার কারণে এই স্বাভাবিক প্রসব সম্ভব হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ নাগরিকদের সেবা প্রদানে আন্তরিকভাবে কাজ করছে। সেবা দানের জন্য তিনি সর্বমহলের সহযোগিতা কামনা করেছেন।
এছাড়া গত ১৭ অক্টোবর ৬টি, ১১ অক্টোবর ৫টি এবং ৪ অক্টোবর ২৪ ঘণ্টায় ৮টি স্বাভাবিক প্রসব হয়েছে। বিগত ২৫ দিনে এই স্বাস্থ্য কমপ্লেক্সে একটি জমজ সন্তানসহ ২৭টি স্বাভাবিক প্রসব হয়েছে।